16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সবাইকে জাতীয় পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

সবাইকে জাতীয় পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

একদিনের সফরে সকাল সাড়ে ৭টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় ছোট বোন শেখ রেহানা, চাচাতো ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মতিবিনিময় করেন সরকারপ্রধান। এসময় প্রধানমন্ত্রী সবাইকে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহবান জানান।

এসময় যুবসমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আহবান জানান, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে। খাদ্য নিশ্চয়তা, আর্থ সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়ন সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন