15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সমঝোতার পরও খোলেনি টিএনজেড গ্রুপের পোশাক কারখানা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সমঝোতা হওয়ার পরও খুলেনি গাজীপুরের টিএনজেড গ্রুপের ৫টি পোশাক কারখানা। সকালে অনেক শ্রমিককে কর্মস্থলে এসে কারখানার ফটক বন্ধ পেয়ে ফিরে যেতে দেখা গেছে। 

সোমবার রাতে শ্রম ভবনে ত্রি-পক্ষীয় বৈঠকে টিএনজেড গ্রুপের ৩১জন শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ নেত্রীবৃন্দ ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

এতে বলা হয়, আগামী ১৭ নভেম্বরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের এবং ৩০ নভেম্বর অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। গ্রুপের কারখানাগুলো কর্তৃপক্ষ দ্রুত খুলে দিবে।

এছাড়াও ৩০ নভেম্বরের আগে কেউ যদি আবারও রাস্তা অবরোধ করে তাহলে টাকা পরিশোধ করা হবে না বলেও জানানো হয় বৈঠক থেকে।

এদিকে, শিল্পনগরী গাজীপুরে অন্য সকল গার্মেন্টসে স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রম সচল রয়েছে। 

টিএ/

আরও পড়ুন: গাজীপুরে যৌথবাহিনীর অভিযান, বিপুল পরিমানে মাদকসহ আটক ৪০

দেখুন: মারধরের ঘটনায় রাস্তা অবরোধ করেছে বেরোবি’র শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন