১৪/০১/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সমস্যায় জর্জরিত কাঞ্চন পৌরসভার উন্নয়ন বাজেট কম থাকায় ক্ষোভ সমাধানের আশ্বাস প্রশাসকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৪০ হাজার বাসিন্দার কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা দিতে ব্যর্থতা, জলাবদ্ধতা নিরসনে খামখেয়ালী, অর্ধশতাধিক সরকারী খাল ভরাট করলেও আবাসন কোম্পানির হাত থেকে দখল মুক্ত না করতে পারা, স্থায়ী ময়লার ভাগার না হওয়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ২৬ জুন বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভা প্রাঙ্গণে এক বাজেট সভায় উন্মুক্ত আলোচনাকালে এমন পরিস্থিতি তৈরী হয়। কাঞ্চন পৌর সভার বাসিন্দা এ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, সাবেক স্বরাষ্ট্র ও বস্ত্রমন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরী পূর্বাচল প্রতিষ্ঠাকালীন রূপগঞ্জের দুটি পৌরসভা গঠন করেন। একটি তারাবো অপরটি কাঞ্চন পৌরসভা। কিন্তু বিগত ১৭ বছরে অবহেলিত করে রেখেছিলো আওয়ামীলীগের মেয়র। তারা এ অঞ্চলে কোন উন্নয়ন বরাদ্দ পাননি, গ শ্রেণি থেকে খ শ্রেণি করলেও নাগরিক সুবিধা মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন। একই এলাকার বাসিন্দা সানাউল্লাহ মান্নান সানী বলেন,কাঞ্চন বাজারের চৌরাস্তায় পানি জমে থাকে। পৌরসভা গঠনের ২৩ বছরেও কোন উন্নয়ন ঘটেনি। সভায় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, কাঞ্চন পৌরসভায় কৃষি জমি ভরাট হলেও পৌর কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। এতে কৃষি জমিগুলো বালি ভরাট হয়ে গেছে, কৃষির বরাদ্দ কমে গেছে।

বিজ্ঞাপন

এ সময় উন্নয়ন বরাদ্দ কম থাকায় সমস্যার কথা স্বীকার করে সমাধানর আশ্বাস দেন কাঞ্চন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তারিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে ২০২৫ – ২৬ অর্থ বছরে ২২ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৯৫ টাকা বাজেট ঘোষণা করেন। তিনি বলেন, এ বছর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৪৫১ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫১ লাখ ৬৬ হাজার ৬৪৪ টাকা।

এ সময় বাজেট অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান, পৌর প্রকৌশলী আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ সানি, হামিদুর রহমান, কহিনুর রহমানসহ পৌরসভা কর্মকর্তা, কর্মচারী, সাবেক কাউন্সিলরসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

পড়ুন: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেখুন: খুলনা ও বরিশাল নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন