বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকাল পুরো দেশে একটা হিংসা-প্রতিহিংসা,হানাহানি চলছে। এটা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা,বেঁচে থাকার জন্য নতুন করে সমাজ গঠন করার একটা তাগিত সৃষ্টি করা।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের মন্দিরপাড়া অবস্থিত সেন্ট মাদার তেরেজা স্কুলে তাকে দেয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন।
তিনি বলেন, ৭১ সালে আমাদের প্রধান লক্ষ ছিলো একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরী করা। তবে দুর্ভাগ্যক্রমে এটা থেকে আমরা অনেকদিন বঞ্চিত ছিলাম। এখন সুযোগ পেয়েছি আন্দোলনে আমাদের ছেলে মেয়েরাই আমাদের সুযোগ করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ তৈরী করবার।
শেষে শিক্ষাথর্ীদের উদ্দেশ্যে রবি ঠাকুরের একটি কবিতা আবৃতি করে শুনান ফখরুল ইসলাম।
বক্তব্য শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষকবৃন্দরা।
এ সময় বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এরপর বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে ৩টি গণসংযোগে যোগ দেবেন।
পড়ুন: যুব সমাজকে পরিচর্যার মাধ্যমে উন্নয়নের মডেল হতে পারে ব্রাহ্মণবাড়িয়া: কবীর ভূঁইয়া
দেখুন: এক ঢিলে দুই পাখি, হু/থি/দে/র তেলেসমাতি |
ইম/


