১৪/০১/২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়তপুরে ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার

শরীয়তপুর গোসাইরহাটে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম আবুবক্কর সুমন(২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (০৯ মে) মধ্যরাতে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। আবুবক্কর উপজেলা কুচাইপট্রি ইউনিয়নের নারিকেলী গ্রামের মৃত আমজাদ হোসেন বেপারীর ছেলে ও কুচাইপট্রি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, বিএম আবুবক্কর সুমনের বিরুদ্ধে গোসাইরহাটে ২০১৮ সালের ২৪ নভেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বিএনপি থেকে শরীয়তপুর-৩ আসনের মনোনীত ধানেরশীষের প্রার্থী মিয়া নুরউদ্দিন অপুর নির্বাচনী মিছিলে অংশগ্রহনের জন্য তার সমর্থক কোদালপুর থেকে গোসাইরহাটে মিছিল যোগে আসার পথে পট্রি ব্রিজে বাধা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় গত বছর ৮ সেপ্টেম্বর আবু তাহের মৃধা বাদী হয়ে ৪১ জনের নামে শরীয়তপুর জেলা আদালতে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ঐ বোমা বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে বিএম আবুবক্কর সুমন কে গ্রেফতার করে পুলিশ।অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে মিয়া নুরউদ্দিন অপুর সমর্থকদের ওপর হামলা চালিয়ে অস্ত্র, বোমা ও লাঠিসোঁটা ব্যবহার করে গুরুতর আহত করা হয়।

গোসাইরহাট থানা ওসি মাকসুদ আলম জানান, গত বছরের ৮ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে এক মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহে ও তদন্তের স্বার্থে বিএম আবুবক্কর উরফে সুমনেকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

এনএ/

দেখুন: আ.লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিয়ে সংশয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন