27.2 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

সয়াবিন তেলের মূল্য লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

ভোজ্যতেল আমদানিতে শুল্ক রেয়াত আগামী ৩১ মার্চ উঠে যাচ্ছে। ফলে সয়াবিন তেলের মূল্য প্রতি লিটার ১৮ টাকা এবং খোলা তেলে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা।

ভোজ্যতেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদের এই সিদ্ধান্তের কথা সরকারকে জানিয়েছে। মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছে সংগঠনটি।

কমিশনকে দেওয়া ওই চিঠিতে বলা হয়, ভোজ্যতেলের (পাম ও সয়াবিন তেল) ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি এবং আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসকের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে। ফলে ১ এপ্রিল থেকে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল বাজারে সরবরাহ করতে হবে।

এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা পাম ও সয়াবিন তেলের মূল্য সমন্বয় করেছে। যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, আগের বোতলজাত ১৭৫ টাকা লিটারের তেলের দাম হবে এখন ১৯৩ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন ও পাম তেল প্রতি লিটারে ১০ টাকা বাড়বে।

সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর বাড়ানো হয়েছিল বোতলজাত সয়াবিনের দাম। তখন লিটারপ্রতি মূল্য নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। আগামী ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে লিটারে মূল্য বাড়ছে ১৮ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৯৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া খোলা সয়াবিন এবং খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকার নির্ধারিত দাম লিটারপ্রতি ১৫৭ টাকা। এ হিসাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে লিটারপ্রতি ১৩ টাকা।

এ বিষয়ে টি কে গ্রুপের পরিচালক শফিউল আতহার গণমাধ্যমকে বলেন, ১ এপ্রিল থেকে সয়াবিন ও পাম তেল বাজারজাত করার পর থেকে আগের মতোই মূল্য সংযোজন কর দিতে হবে। মূল্য সংযোজন কর বাবদ এই খরচ সমন্বয় করে ভোজ্যেতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

পড়ুন : কৃত্রিম সরবরাহ ঘাটতিতে বেড়েছে সয়াবিন তেলের দাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন