সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের বিরুদ্ধে।
সুত্র জানায়, মঙ্গলবার (০১ জুলাই) সকালে জয়পুরহাট থেকে জয়পুরহাট ঘ- ১১-০০২৩ নম্বরের সরকারি গাড়ী নিয়ে পাবনায় শশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার। এরপর দুপুর ২টায় পাবনা সদর থানার পাশে তার শশুরবাড়িতে পরিবার নিয়ে নেমে যান। সেখান থেকে গাড়ী রাখা হয় সার্কিট হাউজে। পরের দিন জেলাজুড়ে গুঞ্জন ওঠে জয়পুরহাটের সরকরি গাড়ী পাবনায়। বিষয়টি জানাজানি হলে দ্রুত ওই গাড়ী জয়পুরহাটে পাঠান তিনি। বিকেলের দিকে গাড়ীটি জয়পুরহাটে পৌঁছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি মোবাইলে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি।
বিষয়টি জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী জানান, সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয় তার জানা নেই।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি মুঠোফোনে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
পড়ুন : জয়পুরহাটে ডেঙ্গু আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসপাতালে ভর্তি


