34.7 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

সরকারি দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক

মার্কিন সরকারের ব্যয় কমানো সংক্রান্ত বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফেসেন্সির (ডিওজিই) দায়িত্ব ছাড়ছেন ধনকুবের ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প গত বছর প্রেসিডেন্ট হওয়ার পর এ পদে আসীন হন মাস্ক। তিনি বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হচ্ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের গতকাল বুধবার (২ এপ্রিল) ইলন মাস্কের দায়িত্ব ছাড়ার ব্যাপারে অবহিত করেছেন। মাস্কের এ সরকারি নিয়োগটি ছিল চার মাসের। তবে তিনি কী চার মাস পূর্ণ হওয়ার আগেই সরে যাবেন নাকি মেয়াদ শেষ করে যাবেন সেটি নিশ্চিত নয়। যা মে মাসের শেষ দিকে শেষ হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ফক্স নিউজকে জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব ছাড়লেও তিনি ট্রাম্প এবং তার ‘বন্ধু’ ও ‘পরামর্শক’ হিসেবে থাকবেন। এছাড়া ডিওজিই-র কাজও এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ভান্স।

তিনি বলেন, “ডিওজিই-র অনেক কাজ বাকি আছে। ইলন মাস্ক সংস্থাটি ছেড়ে গেলেও এটির কাজ চলতে থাকবে। মৌলিকভাবে, ইলন আমার এবং প্রেসিডেন্টের একজন বন্ধু ও পরামর্শক হিসেবে থাকবেন।”

এদিকে খরচ কমানোর অজুহাতে ক্ষমতা নিয়েই ট্রাম্প অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করেছেন। যার বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছেন তারা। এ নিয়ে বর্তমানে আইনি লড়াই চলছে। এছাড়া খরচ কমাতে দাতব্য সংস্থা ইউএসএইডের কার্যক্রমও বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

পড়ুন : বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন