দেশে কোটা বিরোধী আন্দোলনের পর জনরোষে সরকারের পতনসহ এই দিনগুলোতে ক্রেতাশূণ্য চট্টগ্রামের পোশাকের দোকানসহ অন্যান্য পণ্যের দোকানগুলো। তারা বলছেন, বিক্রি কম হওয়ায় শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রনোদনা দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘুরে দাড়ানোর সুযোগ দেয়া হবে আশাবাদ তাদের।
অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্যবৃদ্ধির কারণে বিগত রমজানের পর থেকে নাজুক অবস্থা সংখ্যাগরিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের। তার উপরে সম্প্রতি যোগ হয়েছিল শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন, কারফিউ, সহিংসতা, শার্টডাউন। কোটা আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে পরিণত হলে পতন হয় সরকারের।
এদিকে চট্টগ্রামের মার্কেটগুলো ঘুরে, দেখা গেছে ক্রেতাশূন্য। ৩০ থেকে সর্ব্বোচ ৭০ শতাংশ ছাড় দিয়েও আশানুরুপ বিক্রি হচ্ছেনা। প্রায় ক্রেতা শূন্য দিন পার করছেন বিক্রেতারা।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের মার্কেটগুলোতে প্রনোদনা দেওয়ার দাবি ব্যবসায়ীদের।
দীর্ঘদিন ধরে সেক্টরে সেক্টরে চাঁদাবাজি, বিভিন্ন ফির সংস্কৃতি থেকে ব্যবসায়ীদের বাঁচানোর তাগিদ দিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির এই নেতা।
নুতন সরকারের কাছে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির দাবি সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের।