নতজানু পররাষ্ট্রনীতিতে বঞ্চিত হচ্ছে জনগণ, মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ফারাক্কা দিবসের আলোচনায় সরকারকে মাফিয়া উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় টিকতে ভারতের কাছে খুব দূর্বল ক্ষমতাসীনরা। প্রতিবেশি দেশটির বিরুদ্ধে পানি বন্টন নিয়ে গড়িমসির অভিযোগও করেন মির্জা ফখরুল।
মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন শ্রেণি-পেশা এবং সুশিল সমাজের প্রতিনিধিরা।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশের মানুষ ন্যায্য হিস্যা পাচ্ছেনা। তিস্তার পানি নিয়ে সরকার দীর্ঘদিন ধরে গড়িমসি করছে কারণ ভারতের কাছে এ সরকার খুব দুর্বল।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, সরকার দেশের মানুষের মধ্যে বিভাজন তৈর করছে। আগামী দুই এক মাসের মধ্যে দেশের রাজনিতি ও অর্থনীতি চরম বিপর্যয়ে পড়বে বলেও আশঙ্কা তাঁদের।
নিজেদের গনতান্ত্রিক অধিকার ফিরে পেতে লড়াইয়ের বিকল্প নাই বলে উল্লেখ করেন নেতারা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হাওয়ার ডাক দেন তারা।