৩০/০১/২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
৩০/০১/২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যস্ত!অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদের ব্যাপারে সরকার খুবই তৎপর! এটি বাস্তবায়নের জন্য সরকার ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তবে চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের কর্মকর্তা খুনের ঘটনায় কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। দেশে অবৈধ অস্ত্র যেখানে আছে সেগুলো উদ্ধার করা গেলো না কেন। তাহলে নির্বাচনের সুষ্ঠুতানিয়ে জনমতে প্রশ্নত থেকে যায়। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা সদর পৌরসভার অডিটোরিয়ামে অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন,তফসিল ঘোষণার ৩৯ দিন পার হয়ে গেলো, এর মধ্যে ১৫ জন দলীয় নেতাকর্মী খুন হলো। এর দায় সরকার ও নির্বাচন কমিশনেরও দায়। আমারা এ সরকারের প্রতি আস্থা রাখি।তবে নির্বাচন কমিশনের অস্বচ্ছতার কারনে সুষ্ঠনির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। বিদেশে পোষ্টাল ব্যালট পাঠানো হয়েছে।তবে এজনের বাড়িতে ২০০-৩০০ টা ব্যালট প্যাপার আছে,তাহলে নির্বাচন কমিশন কি করলেন?

তিনি আরোও বলেন, তাহলে কি নির্বাচন কমিশন কোন একটা এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।আপনারা কি তাহলে গুপ্ত রাজনিতীর সাথে লিপ্ত রয়েছেন?এই প্রশ্ন এখন সবার মনে। তবে জনগণ একটি সুশৃঙ্খল নির্বাচন আশা করে।তারা চায় এখন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন কালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা।

পড়ুন- গণভোটে ‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাড়ানো- উপদেষ্টা শারমিন এস মুরশিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন