নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদীতে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধুই হলুদ আর হলুদ। চোখ জুড়ানো এই হলুদ রঙ এসেছে সরিষা ফুলে ভরা মাঠ থেকে। শীত মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশায় ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা।
বিজ্ঞাপন
একটার পর একটা মাঠজুড়ে ফুটে আছে সরিষার হলুদ ফুল। কৃষকদের ভাষায়, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার গাছ ভালো হয়েছে এবং ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।সরিষা চাষে তেল উৎপাদনের পাশাপাশি কৃষকদের আর্থিক লাভের বড় আশা থাকে। তবে কৃষকরা বলছেন, সময়মতো ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সহায়তা পেলে এই অঞ্চলে সরিষা চাষ আরও বাড়ানো সম্ভব।
সরিষার এই হলুদ মাঠ এখন শুধু কৃষকদের স্বপ্নই নয়, প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য হয়ে উঠেছে।
পড়ুন- ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল খাদ্য জব্দ


