হাতিয়ায় বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মরহুম মোঃ রফিক উদ্দিন এনায়েতের মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশনের কর্মরত সাংবাদিক শামীমুজ্জামান শামীম, সাংবাদিক ছায়েদ উদ্দিন, উত্তম সাহা, সাইফুল ইসলাম, আরফাজ উদ্দিন ও নুর আলম জসিম।
এছাড়াও উপস্থিত ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম মানছুরুল হক, প্রকৌশলী মোঃ ফজলুল আজিম, মহিলা কলেজের অধ্যক্ষ একরাম উদ্দিন, সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে হাতিয়া বিএনপি, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ হাতিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো হাতিয়া যুবদলের সদস্য সচিব মোঃ ফাহিম উদ্দিন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আলী হাতিয়া উপজেলা এন সি পি সভাপতি মোহাম্মদ তিব্রিজ উদ্দিন হাতিয়া পৌরসভা জামাতের সভাপতি মাওলানা তাওফিকুল ইসলাম উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
স্মরণসভায় বক্তারা মরহুম রফিক উদ্দিন এনায়েতের কর্মময় জীবন, সততা, মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পড়ুন: নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শেষ: সবার দৃষ্টি তফসিলে
আর/


