16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিত: মাশরাফী

বিশ্বকাপে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত। মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সাকিবের কাছ থেকে আশা করেন সেরা পারফর্মেন্স। যুক্তরাষ্ট্রের মাটিতে উইকেট আর কন্ডিশন চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন ম্যাশ।

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। তিন ম্যাচের টি-টোয়েস্টি সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউতে ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

অনুশীলনের জন্য দুইদিন সময় পেয়েছে টাইগাররা। বৈরী আবহাওয়ার কারণে একদিন কেটেছে টিম হোটেলেই। বাকি দিনটা হয়েছে মাঠের অনুশীলন। ফুরফুরে মেজাজেই দেখা গেছে লাল সবুজদের।

এদিকে, বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোত্র্তজা। বললেন, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিত বাংলাদেশের।

সাকিবের কাছ থেকে সেরা পারফর্মেন্স দেখতে চান এই সাবেক অধিনায়ক। মাশরাফী বলেন, যুক্তরাষ্ট্রের উইকেট ও কন্ডিশন কিছুটা চ্যালেঞ্জ হতে পারে। গ্রুপ পর্বটা পার হওয়াটাও সহজ হবে না বলেই মনে করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন