২৮/০১/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
28 C
Dhaka
২৮/০১/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিলেন তামিম ইকবাল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেশের ক্রিকেটে পুনরায় সাকিব আল হাসানের ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিয়েছেন। 

বিজ্ঞাপন

‘অফ স্ক্রিন উইথ সাঈদ জামান’ পডকাস্টে তিনি বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়াবিদ এবং তার অবস্থানে কোনো সন্দেহ নেই। তবে সাকিবের ফেরার বিষয়ে যদি সরকার থেকে সবুজ সংকেত দেওয়া হয় এবং সবদিক থেকে বিষয়গুলো ঠিক থাকে, আর বোর্ড মনে করে সে সক্ষম, তাহলে তাকে অবশ্যই খেলানো উচিত।

তবে যদি বিষয়টি শুধু লোক দেখানো বা কোনো কিছু ধামাচাপা দিতে করা হয়, তাহলে সেটি না করাই ভালো বলে মত দেন তামিম। তামিম যোগ করেন, একজন ক্রিকেটার হিসেবে সে (সাকিব) এই সম্মান পাওয়ার যোগ্য। তার সঙ্গে এ ধরনের বিষয়, নোংরামি বলবো না কিন্তু এ ধরনের স্টান্টবাজি না করলেই ভালো।

সাকিব এবং তামিমের মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও তামিম জানান, তাদের মধ্যে কোনো বড় কোনো ঝগড়া বা মনোমালিন্যের স্মৃতি তার নেই। তবে স্বীকার করেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি বাড়িয়ে তোলা হয়েছে, যা বাস্তবে ততটা গুরুতর নয়। বিসিবি এখন এই বার্তাকে গুরুত্ব দিয়ে সাকিবের ফেরার বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে ধারণা করা হচ্ছে।

পড়ুন: জাতীয় নির্বাচনের সব তথ্য মিলবে টিকটকের অ্যাপে

দেখুন: টেকনাফে রোহিঙ্গাদের স*ন্ত্রাসে চরম আতঙ্কে স্থানীয়রা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন