বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, আইসিসি র্যাংকিং-এ থাকা অন্যতম শীর্ষে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
শেয়ারবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিবের পাশাপাশি তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৬ নভেম্বর) সাকিবের ব্যাংক হিসাব জব্দ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফআইইউ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে গত ২ অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে সাকিবের সব ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।
চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরা থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন সাকিব আল হাসান। তবে ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাকিব দেশের বাইরে আছেন।
এর আগে বিভিন্ন অপরাধে সাকিব আল হাসানের নাম এসেছে বারবার। তাকে জড়ানো হয়েছে হত্যা মামলায়। যা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক বিতর্ক হয়। সাকিবের পক্ষ নিয়ে তার সতীর্থরা একের পর এক বিবৃতিও দিয়েছেন।
বিসিবিও তাকে আইনি সহায়তা দেয়ার কথা জানিয়েছিলো। এছাড়া সাকিবের আয়কর হিসাব, দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়।
দুদকের চেয়ারম্যান বরাবর করা এক আবেদনে বলা হয়, ‘সাবেক সংসদ সদস্য দুর্নীতিবাজ সাকিব আল হাসান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অপরাধলব্ধ আয় এবং তার স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংগঠনসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি ও মানিলন্ডারিং অপরাধের তদন্ত, অনুসন্ধান ও মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা।’
গণমাধ্যমে আসে সাকিবের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তের অনুরোধ। এই তালিকায় আছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজি ও অর্থ আত্মসাত, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানিতে সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় ব্যবসা, সম্পদের তথ্য ও আয়ের উৎস গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় দায়ের করা মামলায় সাকিবের নাম জড়ায়।
আরও পড়ুন সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা