23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সাকিব আল হাসান দেশে ফিরবেন কবে?

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। উড়াল দেবেন ইংল্যান্ডে, সারের হয়ে খেলবেন কাউন্টি ক্রিকেট। এরপর সরাসরি ভারতে যাবেন এই অলরাউন্ডার। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে যোগ দেবেন তিনি।

গার্মেন্টসকর্মী রুবেলের হত্যা মামলায় আসামি সাকিব আল হাসান। সেই চাপ মাথায় নিয়েই খেলেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টেও দলে থাকবেন এই অলরাউন্ডার।

দ্বিতীয় টেস্ট শেষে সাকিবের গন্তব্য কোথায় সে নিয়ে নানা জল্পনা। পাকিস্তানে টেস্ট সিরিজ শেষেই ইংল্যান্ডে যাবেন সাকিব আল হাসান। ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলবেন তিনি।

বিসিবি থেকে আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এনওসিও পেয়েছেন সাকিব। বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট পাঁচ দিনে গড়ালে সিরিজ শেষ হবে ৩ সেপ্টেম্বর। কাউন্টিতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সমারটেসের বিপক্ষে ম্যাচ আছে সারের। সাকিবের এনওসির মেয়াদ শেষ হবে ১৪ তারিখ।

এরপর ইংল্যান্ড থেকে সরাসরি ভারত উড়াল দেবেন সাকিব। কারণ ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইতে শুরু হবে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর রাতে দেশে ফিরে ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ যাবে ভারতে। অর্থাৎ সাকিবকে সহসাই দেশে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন