30 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
বিজ্ঞাপন

সাকিব-লিটনকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সাকিব আল হাসানকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও অসুস্থতার জন্য দলে নেই লিটন দাস।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এ সিরিজে নাজমুল হোসেন শান্ত যথারীতি অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সহ অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। আফগানদের বিপক্ষে সাকিব আল হাসান খেলবেন কি না এমন জোর আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। 

এ সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। তবে অসুস্থতার জন্য বাদ পড়েছেন লিটন দাস। এছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

এই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম সুযোগ পেলেন তিনি।  

আগামী ৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন