সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের দায়িত্বে থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্ট বলেছেন, এ হত্যাকাণ্ডের তদন্তভার থেকে র্যাবকে সরানো হলো। এটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, বিভিন্ন সংস্থার অভিজ্ঞ, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত করাতে পারবে সরকার।
এর আগে গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) সাগর-রুনি হত্যা মামলায় আইনজীবী শিশির মনিরকে নিয়োগ দেন মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমান।