21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর

গাজীপুরে ইজতেমা মাঠে সংঘর্ষে ৩ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায়, গ্রেপ্তার সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করে হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

পরে গত শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

এনএ/

আরও পড়ুন: জাবির ছাত্র ইউনিয়নের ২ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দেখুন: রিমান্ডে কেন কাঁদছেন পলক? আনিসুল, সালমান ফাঁস করলেন অনেক তথ্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন