ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ ও সম্পত্তি কর্মকর্তা মাহে আলমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
খাল ও সড়কের জায়গা দখল করে খামার স্থাপন করেছিল সাদিক অ্যাগ্রো। তবে অভিযান শুরুর আগেই বেশকিছু গবাদি পশু সরিয়ে ফেলেছে সাদিক অ্যাগ্রো। এমনকি অবৈধভাবে গড়ে তোলা স্থাপনারও কিছু অংশ সরিয়ে নিয়েছে তারা।