১৫/০১/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাধনা মহিলা উন্নয়ন সংস্থার উদোগ্যে ৭দিন ব্যাপী “ব্লক ও বাটিক প্রিন্টিং” প্রশিক্ষণের উদ্ধোধন

দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা সাধনা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে তাদের প্রধান কার্যালয়ের হলরুমে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ৭দিন মেয়াদী “ব্লক ও বাটিক প্রিন্টিং” প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করলেন প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম।

বিজ্ঞাপন


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ সাবিনা ইয়াসমিন বলেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের স্বনির্ভর করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আমরা এখন ৩০জন নারীকে ৭দিন মেয়াদী “ব্লক ও বাটিকা প্রিন্টিং” প্রশিক্ষণ কোর্স-২০২৫ শুরু করছি। আমাদের বিশ^াস তারা একদিন নিজের পায়ে দাঁড়াবে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়ে ঘুরে দাঁড়াবে। প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম বলেন, একজন নারীর মূল্যায়ন তখনই হবে যখন সে নিজে ইনকাম করতে পারবে। আপনারা যদি নিজে আয় করে পরিবারের সদস্যদের সাহায্য করেন তাহলে পরিবারে আপনার মূল্যায়ন হবে। তাই এ ধরনের প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করে একজন দক্ষ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী যুব উন্নয়ন কর্মকতা মোঃ জাহাঙ্গীর আলম রানা। উল্লেখ্য, সাধনা মহিলা উন্নয়ন সংস্থা দীর্ঘ দিন ধরে নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং তারা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। এছাড়া সাধনা উন্নয়ন সংস্থার একটি পাঠাগার রয়েছে যেখানে প্রচুর বই রয়েছে ও পাঠকরা প্রতিনিয়ত পড়াশোনা করে জ্ঞান অর্জন করছে।

পড়ুন- সুদানের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলায় আহত সেনাসদস্যের অপেক্ষায় পরিবার

দেখুন- পুলিশ ব্যারিকেড ভেঙে সচিবালয়ের প্রবেশদ্বারে ডাকসু নেতারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন