১৪/০১/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাধারণ মানুষ কখনোই হয়রানি হবে না : পুলিশ সুপার 

সাধারণ মানুষ কখনোই হয়রানি হবে না, নিশ্চয়তা দিলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর)দুপুরে জেলা পুলিশের আযোজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, সাধারণ মানুষ কখনোই হয়রানি হবে না, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। 

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়,মাদক,জুয়া,চোরাচালান,অবৈধ যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি,তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সাথে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহন করবে বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দেন। এছাড়াও সাংবাদিকদের তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস)কনক কুমার দাস, পঞ্চগড় সদর সার্কেল আমিরুল্লাহ, ডি আই ও-১ ডিএসবি মোঃ মোক্তারুল ইসলাম,ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর চন্দন কুমার,সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় সহ প্রায় ৪০ জন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন