18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মাদারীপুরে সাধুদের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার শ্রী শ্রী নিত্যানন্দ সেবা আশ্রমের সাধুদের বিরুদ্ধে মন্দিরের ৫ কোটি টাকার জমি দখলের অভিযোগ উঠেছে। মন্দিরের জমি উদ্ধারসহ দ্রুত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

মাদারীপুর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের শতবছরের পুরোনো নিত্যানন্দ সেবা আশ্রম। বহুবছর আগে শ্রী শ্রী নিত্যানন্দ ওরফে নিতাই চাদঁ ক্ষ্যাপা তার মোট জমির ১৬০ শতাংশ এ মন্দিরের নামে দান করে। তার মৃত্যুর পর ওই মন্দিরের জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে মন্দিরের বর্তমান সাধু তারই দুই নাতি বিকাশ মল্লিক ও শাওন মল্লিক।

পূর্বেও দলিলের শর্ত অনুযায়ী কেও নিজের নামে মন্দিরের জমি না নিতে পারলেও সেটি এখন দখনল করে বসে আছে সাধুরা। কিন্তু এটিকে সার্বজনীন মন্দির বলে বছরের পর বছর সকলের থেকে চাঁদা তোলা হতো বলে জানালেন স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্তদের থেকে জানতে চাওয়া হলে এ জমি মন্দিরের নামে লিখে দেওয়া হয়েছে বলে অস্বীকার করেন।

এ ব্যপারে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এ কর্মকর্তা।

দ্রুত এ জমি দখলদারদের কাছে থেকে উদ্ধার করে মন্দিরের নামে লিখিত দলিল করে দেয়ার দাবী স্থানীয়দের।

এনএ/

আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
দেখুন: নিয়ম ভেঙে বিমানে পদায়ন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন