২০২৫ সালে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে লালমনিরহাট সরকারি কলেজ।
সোমবার (২ জুন) কলেজ কর্তৃপক্ষের আয়োজনে, কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া। শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মো. মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী এবং শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ফেরদৌস। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভাবনীয় সাফল্য অর্জন করে কলেজের গৌরব বৃদ্ধি করছে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও তাদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন তাদের আগামীর পথচলায় উৎসাহ জোগাবে।
পড়ুন: ফ্যাসিস্টদের হরণ করা নামকরণ ফেরানোয় আরিফুল হকের কৃতজ্ঞতা প্রকাশ
দেখুন: ১০০ কোটি টাকা ক্ষ*তিপূরণ চেয়ে, শাকিব খানের বিরুদ্ধে মা*মলা!
ইম/


