রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দিয়ে বিদায় জানানো হলো বীর মুক্তিযোদ্ধা ও মাধবদী পৌরসভার সাবেক মেয়র, মাধবদী বাজার বণিক সমিতির টানা ১০ বার নির্বাচিত সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন (সাফি চেয়ারম্যান)-কে। তিনি ছিলেন একজন নিরঅহংকার ও নির্লোভ মানুষ-এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং সদর আসনে এমপি প্রার্থী খায়রুল কবির খোকন।
রবিবার (২৮ ডিসেম্বর) মাধবদী এস.পি স্কুল মাঠে অনুষ্ঠিত আলহাজ্ব সফিউদ্দিন সাহেবের জানাজার নামাজ এর পূর্বে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, সাফি চেয়ারম্যান ছিলেন সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ক্ষমতা বা পদ-পদবীর মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাদাসিধে, বিনয়ী ও সৎ। তাঁর নেতৃত্বে মাধবদী পৌরসভা ও ব্যবসায়ী সমাজ বহু উন্নয়ন কর্মকাণ্ডের সাক্ষী হয়েছে।
মাত্র ২২ বছর বয়সে মাধবদী ইউনিয়নের প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন সফিউদ্দিন এবং তিনি মাধবদী পৌরসভার প্রথম মেয়র ছিলেন। সমাজে তাঁর দায়িত্বশীল ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সাফি চেয়ারম্যানের মৃত্যুতে মাধবদী তথা নরসিংদী জেলা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালো বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
জানাজার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতারা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিরামপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পড়ুন : http://সারাদেশ নরসিংদী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন খায়রুল কবির খোকন


