26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
spot_imgspot_img

সাবেক আইনমন্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোটকেন্দ্রে গুলিতে এক ব্যক্তির নিহতের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ এজাহারটি মামলা হিসেবে নথিভূক্তের জন্য আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

পৌরসভার কাউন্সিলর বাহার মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৩ মার্চ গুলিতে আবদুল হাদিস (৪২) নিহত হন। নিহত হাদিস বাহার মিয়ার আপন ছোট ভাই ও উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন আখাউড়া উপজেলার সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা , তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের সরাইল ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সিইইউ মেজর এরশাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাশেম ভূইয়া, আখাউড়া স্থলবন্দরের সি অ্যান্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোকরান আহমেদ খলিফা, জাহাঙ্গীর মিয়া, জুয়েল খান (8৫), নাহিদ খান (৩০), নাছির মিয়া (৫৫)।

মামলার এজাহারে জানা গেছে, ‘২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে হাদিস মিয়াকে দেখামাত্রই গুলি করার জন্য বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ককে নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে আনিসুল ও তাকজিলের বিরুদ্ধে। পরে বিজিবির তৎকালীন অধিনায়ক ঘটনাস্থলে পৌঁছে একটি রাইফেল নিয়ে গুলি করে। এবং বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে হাদিস ঘটনাস্থলেই মারা যান।’

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন