রংপুর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড বুড়িরহাটের, সদ্য সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানোর প্রতিবাদে, সংবাদ সম্মেলন হয়েছে।
বুড়িরহাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন করেন সাবেক কাউন্সিলর আবু হাসান চঞ্চল।
তিনি বলেন, তার কেনা জমি সরকারি বলে দাবি করে দখল করে আছেন কয়েকজন। পাশাপাশি তিনি অভিযোগ করেন অভিযুক্তরা কম দামে জমি ক্রয় করতে না পাড়ায়, তার সুনাম ক্ষুন্ন করার জন্য তার নামে মিথ্যা বানোয়াট এবং অসত্য তথ্য প্রচার করছেন। এ বিষয়ে আইনি সহায়তা চান তিনি।
এনএ/