19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন আর নেই । রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। মরহুমের মৃত্যুতে ড. সৈয়দ রেফাত গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ আজ
বিচারপতি রুহুল আমিনের কর্মময় জীবন

ে রুহুল আমিনের জন্ম ১৯৪১ সালে, লক্ষ্মীপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হন তিনি।

পরে ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি রুহুল আমিন হাইকোর্ট বিভাগে নিযুক্ত হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগে যান। তিনি এ পদে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

দেখুন: কণ্ঠশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন