সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মো. আব্দুর রউফ মারা গেসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
আজ, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রোববার সকাল ১০টায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তাঁর একান্ত সহকারী মো. তাওহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সিইসি আবদুর রউফ দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো সেরে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে।
১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করা আব্দুর রউফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। সত্তরের দশকের শুরুতে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯৮২ সালে হাইকোর্টে বিচারক হিসেবে যোগ দেন। ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের বহু কাঙ্ক্ষিত নির্বাচন করে প্রশংসিত হলেও ১৯৯৪ সালে মাগুরা উপনির্বাচন নিয়ে বিতর্কিত হন।
মৃত্যুকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী সময়ে তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান, জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পড়ুন:তিন দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
দেখুন:একজন সাবেক রাষ্ট্রপতি কী কী সুবিধা পান?
ইম/