সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী ও ফেনীর কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মান্দারি এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ চত্বরে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী তারুণ্যের অগ্রযাত্রা প্রবাসী ফোরাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম সুমন।
শোকসভায় সভাপতিত্ব করেন ২নং বগাদানা ইউনিয়ন বিএনপির নেতা আবু তৈয়ব বাচ্চু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য নুরুল আলম।
শোকসভায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম সুমন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জিহাদ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম সোহান এবং ১নং চর মজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং চর মজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সোয়াইব হোসেন সুমন, শাহাদাৎ হোসেন, সোহেল শিমুল, খোকন, আফচার, বাবুল, রুবেল, জনি, শিপন, রাজ্জাক, তৌহিদ, পলাশসহ ১নং চর মজলিশপুর ও ২নং বগাদানা ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির প্রতি তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় প্রতীক।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কেফায়েত উল্লাহ, দুর্গাপুর জামে মসজিদের ইমাম।
পড়ুন- মানবিক কর্মযজ্ঞে আস্থা ও জনপ্রিয়তার শীর্ষে ব্যারিস্টার কায়সার কামাল


