18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় কানডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার এক উর্ধতন কর্মকর্তার অপসারণের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে প্রায় ৩ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেছে এই কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেয় শ্রমিকরা। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে। প্রথম দিকে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামকে অপসারণ করা হলেও পরে কর্তৃপক্ষ আবার তাকে কারখানায় যোগদান করায়। আজ তাকে আবার অপসারণের দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমাদের দাবি গুলোর মধ্যে অন্যতম ছিল, কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণ ও টিফিন বিল বৃদ্ধি করে বেতনের সাথে সংযুক্ত করা। এসব দাবি মেনে নিয়েছিল কারখানা কতৃপক্ষ। কিন্তু পরে কারখানা কর্তপক্ষ আবারও তাইজুল ইসলামকে যোগদান করিয়েছে। এছাড়া টিফিন বিলও বেতনের সাথে সংযুক্ত করা হয় নাই। যে কারণে শ্রমিকরা আবার সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ শুরু করেছে।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত শিল্পপুলিশ-১ এর সহকারি পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজের সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনাস্থলে ঝামেলায় থাকার কারণে পরে কথা বলবেন বলে জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন