হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ইসলামী ঘরানার দলগুলোর সাথে যোগাযোগ করি, ঐক্যের ডাক দেই। কিন্তু তেমন সাড়া পাইনি, আশা করি সামনের দিকে আমাদের ঐক্য আরও মজবুত হবে।
বৃহস্পতিবার দুপুরে (১১ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র ফোরাম আয়োজিত মুফতি ফজলুল হক আমিনী এর জীবন কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় হেফাজতের মহাসচিব বলেন, আমরা আদেশ কেউ কাউকে এমনভাবে সমালোচনা করবো না, যাতে একে অপরের প্রতি হিংসা প্রতিহিংসা তৈরি হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী ঐক্যজোট (একাংশ) মুফতি শাখাওয়াত হোসেন রাজি।
জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল হক কাসেমী, জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, পৌর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা তানভীরুল হক সিরাজী, জেলা হেফাজতের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া খান, ইসলামি ঐক্যজোটের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, ইসলামি ছাত্র ফোরাম এর কেন্দ্রীয় অভিভাবক ফোরাম এর সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ সিরাজী, মাওলানা ইফতেখার জামিল, মাওলানা সাঈদ সালমান, মাওলানা দেলোয়ার মাহদি, ইসলামি ছাত্র ফোরাম এর আহব্বায়ক মাওলানা তারেক জামিল, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মাওলানা ওলিউল্লাহ নাসির, যুগ্ম আহব্বায়ক মাওলানা মাহমুদ রিফাত, যুগ্ম আহব্বায়ক মাওলানা নাঈম,মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা আবু বকর আয়মান, মাওলানা নাহিয়ান সালমান, মাওলানা আব্দুল্লাহ সাদ, সদস্য সচিব মাওলানা নাসরুল্লাহ মুয়াজ প্রমুখ।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত


