সম্প্রতি, শিশু নিখোঁজ সংক্রান্ত পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এ ধরনের গুজব ছড়ালে নেয়া হবে আইনি ব্যবস্থা। পুলিশ সদর দপ্তর বলছে, গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গতকাল দিনভর ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শিশু-কিশোর হারানোর তথ্য দিয়ে পোস্ট দেয়া হয়। এসব আইডির বেশিরভাগই চট্টগ্রাম ও কক্সবাজার জেলাভিত্তিক। খোঁজ নিয়ে জানা গেছে, এগুলো শুধুই গুজব।
এরআগে, ৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ এমন একটি পোস্ট দেখা যেতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে। পোস্টগুলোতে বলা হয়, ব্রেকিং নিউজ, গত ৪৮ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ হয়েছে। ফেসবুকে ব্যাপকভাবে এই তথ্য ছড়িয়ে পড়লে অভিভাবকরাও আতঙ্কিত হয়ে পড়েন।
শনিবার (৬ জুলাই) ডিএমপি জানায়, তদন্তে দেখা গেছে একের পর এক শিশু নিখোঁজ হওয়ার এই অভিযোগ ভিত্তিহীন। নিখোঁজ হিসেবে যাদের পোস্ট করা হয়েছিল তাদের অনেককে পরে পাওয়া গেছে। আবার পাওয়া গেলেও তা আর জানানো হয় না।