সারা দেশে নানা আয়োজনে মৎস সপ্তাহ পালন করা হচ্ছে। প্রশাসনের উদ্যোগে হয়েছে আলোচনা সভা, র্যালি। বিভিন্ন জেলায় জলাশয়ে পোনা মাছ ছাড়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এছাড়া বেলা ১২টায় প্রধানমন্ত্রী গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৪ প্রদান করা হয়।
এবারের মৎস সপ্তাহের প্রতিপাদ্য ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।’ পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয় পোনামাছ অবমুক্ত করা হয়ছে। ময়মনসিংহে বিরল মহাশোল মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক। দিবস ঘিরে আলোচনা সভা ও র্যালি হয়েছে প্রায় প্রতিটি জেলায়।