বাতিল হওয়া ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ও পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারাদেশে যৌথবাহিনীর অভিযান চলছে। ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের তিনটি শটগান ও গুলি। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অস্থিরতা তৈরির সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানেও চলছে অভিযান।
গত ৫ অগাস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে জানিয়েছে র্যাব।
এদিকে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকতে পারে, সন্দেহভাজন এমন ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। তাদের মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে।
কক্সবাজারের পিএমখালীতে আটক ৮ জনের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল মালেকসহ আলোচিত মোরশেদ বলী হত্যা মামলার ৬ আসামী রয়েছে। এসময় তিনটি একনলা বন্দুক, ২টি এলজি ও ২ টি নাইন এমএম পিস্তল, গোলাবারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
নাটোরে যৌথ বাহিনীর অভিযানে শহরের কানাইখালী মহল্লার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরীর বাসা থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।
সারাদেশে যৌথবাহিনীর অভিযানে প্রায় ১০ হাজার অপরাধীর নাম রয়েছে। ছাত্র আন্দোলনে যেসব অস্ত্রধারীরা শিক্ষার্থী ও নিরীহ মানুষকে হত্যা করেছে, তাঁদের ধরতেও অভিযান চলমান রয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর আছে যৌথবাহিনী।