21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সালমান খান আবারও ফিরছেন ‘কিক ২’ নিয়ে

বলিউডের ভাইজানকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরেই। আগামী বছর ঈদে তার ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে । এর পর থেকে সালমান ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ একদম তুঙ্গে। এবার শোনা গেলো আরেকটি নতুন সংবাদ। ২০১৪ সালে মুক্তি পাওয়া সালমানের ব্লকবাস্টার ছবি কিকের সিকুয়েলের নিয়ে আবারও ফিরছেন ভাইজান।

পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন ‘কিক ২’-এর সিক্যুয়াল কথা। শুধু তাই নয় ‘কিক ২’ ছবিতে সালমানের ফার্স্ট লুকও প্রকাশে আসে।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এদিন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সালমানের একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন ‘এটি একটি দুর্দান্ত কিক ২ ফটোশুট ছিল সিকান্দারের!গ্র্যান্ড থেকে সাজিদ নাদিয়াদওয়ালা।’

ঘুরিয়ে লেখা ইঙ্গিতপূর্ণ এই ক্যাপশন থেকেই অনুরাগীরা নিশ্চিত হয়ে যান যে ‘সিকান্দর’ নিয়ে আসছেন ‘কিক ২’। এই খবর পাওয়ার পর থেকে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

তবে কিক ২-তে সালমানের বিপরীতে কে থাকছেন তা এখনও স্পষ্ট নয়। সাজিদ নাদিয়াদওয়ালা এবং সালমান খান ২০১৪ সালে ‘কিক’ ব্লকবাস্টার হিট হয়েছিল বক্স-অফিসে। পরিচালক হিসেবে এটিই ছিল সাজিদের প্রথম ছবি। সালমান ছাড়াও এই ছবিতে দেখা গেছে জ্যাকুলিন ফার্নান্দেস ও নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।

সালমান বর্তমানে ব্যস্ত রয়েছে ‘সিকান্দর’ ছবির শুটিং নিয়ে। এ আর মুরুগাদোসের পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন সলমান খান এবং রশ্মিকা মান্দানা। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সাজিদ নাদিয়াদওয়ালা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন