19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসা-অনুভবের নাম: শাবনূর

ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। সবার স্বপ্নের এই নায়ক তাঁর সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে। জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায় একত্রে প্রথম জুটি বাঁধেন দুজন। ১৯৯৪ সালে মুক্তি পায় ছবিটি। সালমান শাহর ক্যারিয়ারের ২৭টি সিনেমার ১৪টিতেই তাঁর নায়িকা ছিলেন শাবনূর। আজও এই জুটির রসায়নে মুগ্ধ হন সিনেমাপ্রেমীরা।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই জনপ্রিয় নায়কের জন্মদিন। এদিন সহকর্মী ও ভক্তরা স্মরণ করছেন তাদের প্রিয় নায়ককে। এমনকি স্মরণ করছে শাবনূরও। প্রিয় সহকর্মী ও তারকার জন্মদিনে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন শাবনূর।

আজ সালমান শাহর সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন।’

প্রসঙ্গত, সালমান শাহ দেখতে যেমন সুদর্শন ছিলেন, তেমনি ভীষণ স্টাইলিশ ছিলেন। তাই তিনি রাতারাতি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের স্বপ্নের নায়ক। তাঁর ক্যারিয়ারের মাত্র সাড়ে তিন বছরে ২৭টি সিনেমা করেই অধিকাংশই হয় সুপারহিট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন