২৬/০১/২০২৬, ২৩:০৬ অপরাহ্ণ
20 C
Dhaka
২৬/০১/২০২৬, ২৩:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল শুধু সিনে অঙ্গনের মানুষই নন, একজন ব্যবসায়ীও। তার রয়েছে নিজস্ব গার্মেন্টস এর ব্যবসা। কিন্তু তার এই ব্যবসায় বড় ধরনের প্রতিকূলতা আসায় বড় এক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। জানালেন, আপাতত চলচ্চিত্র জগত থেকে দূরে থাকবেন অভিনেতা।

এক সময় সাভারে প্রায় ১২ হাজার কর্মী নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীর সংখ্যা নেমে এসেছে ৪ হাজারে; তাই এমন সিদ্ধান্ত বলে জানান অনন্ত জলিল।

সম্প্রতি সাংবাদিকদের এই অভিনেতা জানালেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসার দিকেই তার পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রূপালি পর্দায় ফেরার সুযোগ দেখছেন না তিনি। এমনকি বর্তমানে হাতে থাকা বা পেন্ডিং কাজগুলোও শেষ করতে পারছেন না তিনি।

তার কথায়, সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।

নিজের কাজের ধরন সম্পর্কে তিনি আরও বলেন, যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়া আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না; এই সময় সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও বড় সমস্যায় পড়তে হবে।

২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে অভিষেক হওয়ার পর থেকে প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষাকে সাথে নিয়েই পর্দায় হাজির হয়েছেন অনন্ত। অভিনয় জীবনের এই বিরতিতেও বর্ষা তার সঙ্গী। এ প্রসঙ্গে তিনি বলেন, যখন আবার সিনেমা করব, আমরা দুজন একসঙ্গেই করব। না করলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, আমরা শখের বশেই কাজ করি।

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা দুটির কাজ নির্মাণাধীন রয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় তার অভিনয়ের কথা থাকলেও শুটিং এখনও শুরু হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : নিজের জন্য গর্ববোধ করো : অপু বিশ্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন