চট্টগ্রামে সিন্ডিকেটের কবলে চালের বাজার। বিপুল পরিমান চাল আমদানী এবং আমনের ভরা মৌসুমেও বাজারে স্বস্তি নেই।
প্রায় এক মাসের ব্যবধানে পাইকারিতে প্রতি ৫০ কেজি বস্তায় ২০০-৪০০ টাকা বেড়েছে খুচরা বাজারে বেড়েছে কেজি প্রতি ৬ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে বিপাকে সাধারণ মানুষ। চালের বাজার দর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। চট্টগ্রামের চালের বৃহৎ পাইকারী বাজার পাহাড়তলি চাল বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের অসহায়ত্বের চিত্র দেখা গেছে।
উত্তরবঙ্গের মিলারদের একটা শক্ত সিন্ডিকেট, পরিবহণ ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির পাশাপাশি, বড় বড় শিল্প কারখানাগুলো ধান মজুতের সরাসরি প্রভাব পড়েছে বাজারে এমনটিই নাগরিকরা জানান, পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাশেম।
চালের সিন্ডিকেট ভাঙ্গার ব্যাপারে এখনও পর্যন্ত কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। এমন অভিযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উপর তাগিদ দিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চালের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যহত রেখেছে।
পড়ুন : চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


