ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। আগের নির্বাচনের তুলনায় জেলায় ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, জেলার মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে সিরাজগঞ্জ-৬ আসনে। শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন, নারী ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিল ৪ লাখ ৫৬ হাজার ৩৭৯ জন। ফলে গত দুই বছরে এখানে ভোটার বেড়েছে ২৯ হাজার ৮ জন।
অন্যদিকে, জেলার সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে। কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত এ আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। আগের নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ায় এ আসনে ভোটার কমেছে ৯ হাজার ৬৫৩ জন।
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন, নারী ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এখানে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। আগের নির্বাচনের তুলনায় এ আসনে ভোটার বেড়েছে ২৯ হাজার ৫৭৮ জন।
উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ২ লাখ ৩২ হাজার ১২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। গত দুই বছরে এ আসনে ভোটার বেড়েছে ৩২ হাজার ৩৮০ জন।
বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। এখানে পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন, নারী ২ লাখ ৭ হাজার ৬৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। আগের নির্বাচনের তুলনায় এ আসনে ভোটার বেড়েছে ২৭ হাজার ৬৬০ জন।
পড়ুন- আখাউড়া রেলস্টেশনে ঘুমন্ত মানুষদের কম্বল দিলেন ইউএনও
দেখুন- ৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি


