সিরাজগঞ্জের বেলকুচিতে জনতা ব্যাংকের তামাই শাখার ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ৩-৪ জনকে। নিশ্চিত করেছেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. খায়রুল হক। টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সিরাজগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম গত ২৫ মার্চ বেলকুচি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, জনতা ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক আল আমিন শেখ, সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম, সাবেক ক্যাশ অফিসার খালেদ ইউনুছ, অফিসার রাশেদুল হাসান ও বর্তমান ক্যাশ অফিসার শাহ মখদুম উদ্দৌলা। এদের মধ্যে জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন শেখ, সহকারী শাখা ব্যবস্থাপক রেজাউল করিম ও ব্যাংক কর্মকর্তা রাশেদুল হাসান বর্তমানে এ ঘটনায় কারাগারে রয়েছেন।