১৪/০১/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়ির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার বাড়ির দিকে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভুক্তভোগী সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না জানান, ভাঙাবাড়ি ও সরদারপাড়া মহল্লার মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ ও সংঘর্ষের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, “গতকাল থানায় বসে দুই পক্ষের বিষয়টি মীমাংসা করা হয়েছিল। আমার বাড়িটি দুই এলাকার ঠিক সীমানায় হওয়ায় দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল আগুন দিয়ে বাড়িটি পুড়িয়ে দেওয়া।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

পড়ুন: পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন