সিরাজগঞ্জ–২ (সদর ও কামারখন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে ছিলেন শাহ আলম টুকু এবং সমর্থনকারী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশি ও জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু।
মনোনয়নপত্র দাখিলকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ভোটে ইকবাল হাসান মাহমুদ টুকু পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হবেন।
পড়ুন- দিনাজপুরে বিলুপ্তপ্রায় আদিবাসী ‘কড়া’দের মাঝে শীতবস্ত্র বিতরণ


