সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে শনিবার (০২ জানুয়ারি ২০২৬) বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। তিনি বক্তব্যে বলেন, “আমরা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর রহমত ও মাগফেরাত কামনা করছি। তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদান আমাদের দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের দোয়া ও ভালোবাসা সবসময় তার সঙ্গে রয়েছে।”
মাহফিলে চেম্বারের সদস্য, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিতিরা এক মঞ্চে মিলিত হয়ে দেশনেত্রীর জন্য বিশেষ দোয়া করেন, এবং তার সুস্থতা ও শান্তি কামনা করেন। অনুষ্ঠানটি শেষ হয় কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে।
পড়ুন- ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড, ইটভাটার ম্যানেজারের কারাদণ্ড
দেখুন- শোক বইয়ে লিখলেন বেগম জিয়াকে নিয়ে নেতা-কর্মীদের নিজস্ব অনুভূতি


