তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তাই সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা।
আজ (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-ভারত।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত শুনিয়েছিলেন আশার কথা। বলেছিলেন, ‘আমরা ভালো দল। আমাদের আরও ভালো করার সামর্থ্য আছে। ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। সুযোগ এখনও শেষ হয়নি। পরের ম্যাচগুলোতে পরিকল্পনামাফিক খেলতে হবে। ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে।’
দিল্লির ব্যাটিং স্বর্গে বাংলাদেশের বোলারদের সম্ভাবনার বিষয়ে গতকাল মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের পেস এবং স্পিন উভয় বিভাগেই ব্যতিক্রমী বোলিং ইউনিট আছে। গত কয়েক বছর ধরে নিজেদের কাজ ঠিকঠাক করে আসছে তারা। যদি গত ম্যাচ দেখে আমাদের বোলারদের সম্পর্কে দ্বিধা তৈরি হয়, তাহলে সেটি অবিচার হবে। আমি মনে করি আমরা ওই জোন থেকে বেরিয়ে আসব এবং ম্যাচ জিতব।’
একইভাবে বোলারদের দ্রুত মানিয়ে নেওয়ার কথা বললেন ভারতীয় পেসার আর্শদীপ সিং, ‘আমরা ম্যাচটি খেলার জন্য নিরপেক্ষ মানসিকতা নিয়ে এসেছি। পিচ সম্পর্কে স্থির কোনো ভাবনা নেই, আমরা চাইব কত দ্রুত এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া যায়।’