32 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেলেও যাননি প্রধানমন্ত্রী

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ। তবে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি এখনও তার বাড়িতে অবস্থান করছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

একইসঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী।

প্রেসিডেন্ট পালিয়ে গেলেও যাননি প্রধানমন্ত্রী
প্রেসিডেন্ট পালিয়ে গেলেও যাননি প্রধানমন্ত্রী

রোববার (৮ ডিসেম্বর) আলজাজিরা জানায়, প্রধানমন্ত্রী আল-জালালি নিশ্চিত করেছেন যে, তিনি তার বাড়ি ছাড়বেন না এবং দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকরীভাবে চলতে পারে, তার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, আমরা বিরোধীদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি যারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি যেন তারা যুক্তিযুক্তভাবে চিন্তা করেন এবং দেশের স্বার্থে কাজ করেন। তিনি জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আল-জালালির এই উদ্যোগ এবং মনোভাব রাজনৈতিক পরিস্থিতি পরবর্তী সময়ে কীভাবে বিকশিত হবে, তা নিয়ে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতীতে সরকার পতনের পর বিশৃঙ্খলা ও অরাজকতার যে ধারাবাহিকতা দেখা গেছে, সেক্ষেত্রে এই ধরনের দৃঢ় অবস্থান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

টিএ/

দেখুন: তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প কেন এত ভয়াবহ? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন