16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সিরিয়ায় আসাদপন্থিদের হামলায় ১৪ নিরাপত্তাকর্মী নিহত

সিরিয়ায় ক্ষমতাচ্যুত সরকার আসাদপন্থিরা হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর। এতে অন্তত ১৪ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সাইদনায়া কারাগারের ভূমিকার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করার সময় নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী। আর হামলাকারীরা দেশটির পশ্চিমাঞ্চলের এবং তারা ক্ষমতাচ্যুত আসাদ সরকারপন্থি। মঙ্গলবার ভূমধ্যসাগরীয় বন্দর এলাকা টারতুসের কাছাকাছি এলাকায় এ হামলা হয়েছে।

দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমানের বরাত দিয়ে আল ওয়াতান সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা আসাদ সরকারের অনুগত। নিহতরা নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়িত্ব পালন করছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এনএ/

আরও পড়ুন: সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মাদ আল-বশির

দেখুন: তমব্রু সীমান্তে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত: আইএসপিআর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন