সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার আয়োজনে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি অংশের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রদের একটি পক্ষ ইফতার না করে আয়োজন স্থল থেকে বাইরে গিয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইফতারের পরে তারা আবারও মারামারিতে জড়িয়েছেন।
নগরীর বালুচর এলাকার আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে এ ঘটনায় সময় ছবি ও ভিডিও তুলতে গেলে মারমুখী নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা; কারও কারও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
মারামারিতে লিডিং ইউনিভার্সিটির শান্ত নামে এক শিক্ষার্থী আহত হওয়ার খবর মিলেছে।
সিলেটের নেতাকর্মীদের নিয়ে ইফতারের এ আয়োজনে নবগঠিত এনসিপির আহ্বায়ক নাসিরুউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নুরুল হুদা জুনেদসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে হট্টগোল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুউদ্দীন পাটওয়ারী।
এক সাংবাদিক প্রশ্ন করেন ‘আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার বিষয়ে সেনানিবাস থেকে সমঝোতা করতে বলার বিষয়টি প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে চাপ এসেছে কি না’? এর উত্তরে নাসিরুদ্দীন বলেন, ‘‘হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন। তার বক্তব্য সোশাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচার বহি:র্ভূত হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ফাংসনারি যা যা আছে ও আমরা দেখছি, সেনানিবাসের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। এই ধরনের হস্তক্ষেপ আমাদের কাছে কাম্য নয়।’’
তিনি আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘‘আওয়ামী লীগের রাজনৈতিক ফেরানো কাজ যে করবে তাদের শক্ত হাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে বলেও জানান।’’
পড়ুন : আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে, সারাদেশে এনসিপির বিক্ষোভ চলবে