কয়েকদিনের লাগাতার ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে, বন্যার শঙ্কা দেখা দিয়েছে সিলেটে। দ্রুত বাড়ছে নদ-নদীর পানি। চরম দুর্ভোগে ভুগছেন সাধারণ মানুষ।
সিলেটের প্রায় সবকটি নদ-নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।। সুনামগঞ্জের হাওরেও পানি জমতে শুরু করেছে। ফলে এবার শঙ্কা দেখা দিয়েছে বন্যার। পানিতে ডুবেছে জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলার বেশিরভাগ গ্রাম। প্রশাসন বলছেন, বন্যা মোকাবিলার সব প্রস্তুতি রয়েছে। আশ্রয়কেন্দ্র ও খাদ্যসামগ্রীও প্রস্তুত রাখা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই দিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড়ি ঢল। প্লাবিত হয়েছে পৌরসভাসহ ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও কয়েকটি গ্রাম। ধান, সবজি খেত, মুরগির খামারসহ কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ এলাকায় নদী ভাঙন ও নদীর আরও ১৫টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের অন্তত ৫টি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে। এ পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।